Is Yours Voice
Website Sale

প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত আল আমিন উপজেলার বরিয়াবহ গ্রামের মোতালেব হোসেনের পুত্র। এই ঘটনায় আহত অপর তিনজন চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই কলেজের বিশেষ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। এতে দুই গ্রুপের সংঘর্ষে বিশজন আহত হয়।

পরে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের দুই গ্রুপের নেতারা কলেজ ক্যাম্পাসের বাইরে ডানকিনি মোড়ে সমবেত হয়। এ সময় উভয় গ্রুপের কথাকাটাকাটির একপর্যায় সংঘর্ষ শুরু হয়। এ সময় কলেজের ছাত্র ও দ্বাদশ শ্রেণি ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসাইনকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া ছুরিকাঘাতে আহত হন আরও কয়েকজন শিক্ষার্থী। আহতদের মধ্যে কামরুলকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাছিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.