Is Yours Voice
Website Sale

প্রচুর ফি পেয়েছি, এ জন্য অপুর পক্ষে লড়েছি : কামরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) আসামি নুরউদ্দিন আহমেদ অপুর পক্ষে শুনানির প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. কামরুল ইসলাম বলেছেন, প্রচুর ফি পেয়েছি, একারণে আসামি অপুর পক্ষে শুনানি করেছি।

এর আগে অর্থপাচার প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে অপুর জামিনের পক্ষে শুনানিতে দাঁড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

মামলা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এক জুনিয়রের আপন ভাইয়ের মামলা, সেই হিসেবে ব্রিফ করেছি। প্রচুর ফি পেয়েছি, এ জন্য আসামির পক্ষে কয়েক দিন শুনানি করেছি। গতকালও অনেক টাকা ফি পেয়েছি।

বিষয়টি নিয়ে অনেকেই তার নৈতিকতার প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, রাজনৈতিক আদর্শের কারণে তিনি তারেক রহমানের এপিএসের জামিনের পক্ষে দাঁড়াতে পারেন না।

এ বিষয়ে সাবেক খাদ্যমন্ত্রীর দাবি, অপু যে তারেক রহমানের এপিএস ছিলেন তা তিনি জানতেন না। মামলার কোথাও তো সেটা লেখা ছিল না। রাষ্ট্রপক্ষও শুনানিতে তা উল্লেখ করেনি।

এদিকে আসামি নুরউদ্দিন আহমেদ অপুর জামিনের পক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের এ নেতা মঙ্গলবার (১৪ মার্চ) শুনানিতে আসেননি।

Leave A Reply

Your email address will not be published.