Is Yours Voice
Website Sale

ববির রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে অবস্থানকালে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তার পক্ষে শ্রদ্ধা জানান শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এরপর থেকেই ববি রাজনীতিতে আসছেন বলে গুঞ্জন শুরু হয়। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৩ মার্চ) বিকেলে কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ ৭ মার্চ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি শ্রদ্ধা জানাতে গেছে। সেটা আমাদের পরিবারের পক্ষ থেকে গেছে। এটা কোনো রাজনৈতিক অ্যাম্বিশন থেকে নয়।

তিনি বলেন, আমি এবং শেখ রেহানা। আমাদের পাঁচ ছেলে-মেয়ে, তারা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে ইয়াং বাংলা বলেন, স্টার্টআপ প্রোগ্রাম বলেন, সিআরআই থেকে অনেক রকম গবেষণা; তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে। আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, সেখানে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ, সেখানে তাদের সকলের অবদান রয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের পরিবারের সন্তানরা নানা খাতে কাজ করছেন। কেউ অটিজম নিয়ে কাজ করছে। তারা আসলে দেশের মানুষের জন্য কাজ করছে। কিন্তু ওই রকম অ্যাম্বিশন নিয়ে নয়। এখন পর্যন্ত আমরা বলতে পারি, তাদের কিন্তু দলেরও মেম্বার করিনি। তারা রাজনৈতিক অভিলাষ বা কোনো স্বার্থ নিয়ে কাজ করে না।

এর আগে, গত ৭ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারপ্রধানের পক্ষে শ্রদ্ধা জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দলের পক্ষেও শ্রদ্ধা জানান। এরপর থেকেই তিনি রাজনীতিতে আসছেন বলে গুঞ্জন শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.