টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যত সিরিজ জয়
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। আর প্রথম দেখাতেই ইতিহাস গড়ে সিরিজ জিতেছে টাইগাররা। এই নিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪৬টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে ৫০ জয়ের বিপরীতে ৯২টিতে হেরেছে টাইগাররা। সব মিলিয়ে এটি বাংলাদেশের ১১তম ও একাধিক ম্যাচের সিরিজে অষ্টমবার জয়ের দেখা পেল লাল সবুজের প্রতিনিধিরা।
সর্বপ্রথম ২০১২ সালে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। সেবার আয়ারল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা। এরপর ৬ বছর কেটে গেলেও টি-টোয়েন্টিতে সিরিজ জেতেনি সাকিব-তামিমরা।
তবে ২০১৮ সালে সে সময়ের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২০ সালে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারায় টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা সময় কাটে ২০২১ সালে। ওই বছর স্বাগতিক জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারানোর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ।
এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে সাকিব আল হাসানের দল। ফলে সুযোগ রয়েছে হোয়াইটওয়াশের।